চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র এবং ফ্রোবেল একাডেমীর যৌথ উদ্যোগে গতকাল রোববার হাসপাতাল মেডিকেল কলেজের লেকচার গ্যালারীতে অটিজম বিষয়ক ‘The Evolving of Autism & Neurcdiversity ’ শীর্ষক সাইন্টেফিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে অটিজম আক্রান্ত শিশুদের অত্যাধুনিক উপায়ে রোগ সনাক্তকরণ ও ম্যানেজমেন্ট বিষয়ে বিশদ আলোচনা করা হয়। অনুষ্ঠানে কী নোট স্পিকার ছিলেন ভারত থেকে আগত সাইকোলজিষ্ট ও সাইকোথেরাপিষ্ট মাসাররাত তাভাওয়ালা ও সেনসোরি থেরাপিস্ট আরওয়া বাট্টিওয়ালা, ফ্রোবেল প্লে স্কুলের ফাউন্ডার ডিরেক্টর ও প্রিন্সিপাল হাওরা (তেহসিন) জোহায়ের ও নি:ষ্পাপ ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা.বাসনা মুহুরী। সেমিনারে বিভিন্ন প্রতিবন্ধী সেবামূলক প্রতিষ্ঠানের চিকিৎসক ও থেরাপিস্টগণ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, প্রফেসর অসীম কুমার বড়ুয়া, পরিচালক ডা. মো. নূরুল হক, পরিচালক ডা. এ কে এম আশরাফুল করিম, উপ–পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসাইন, নিওনেটাল বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান ও প্রফেসর ডা. ওয়াজির আহমেদ, প্রফেসর ডা. দিদারুল আলম, অধ্যাপক ডা. ধনঞ্জয় দাশ, অধ্যাপক ডা. ওয়াহিদা আক্তার, অধ্যাপক ডা. বেলাল উদ্দিন, ডা. জাহাঙ্গীর আলম মুরাদ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ডা. রেহানা আহমেদ। সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এধরনের সাইন্টেফিক সেমিনার আয়োজনের জন্য হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র ও ফ্রোবেল প্লে স্কুল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন এ ধরনের সেমিনারের মাধ্যমে অংশ গ্রহণকারীগণ অটিজম বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছেন, যা অটিজম ও প্রতিবন্ধি শিশুদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এতে মাসাররাত তাভাওয়ালাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।
 
        
