আল আরাফাহ ইসলামী ব্যাংকের পক্ষ থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২টি বেড লিফট স্থাপন বাবদ ৬০ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। গতকাল ব্যাংকের পক্ষ থেকে অনুদানের এই চেক হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খানের নিকট হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান।
এ সময় আল আরাফাহ ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী, ব্যাংকের ইসি কমিটির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক লিয়াকত আলী চৌধুরী, রফিকুল ইসলাম, আহমেদুল হকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম মা ও শিশু হাপসাতালের পক্ষ থেকে এ সময় হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ও আবদুল মান্নান রানা, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, হাসপাতালের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন উপস্থিত ছিলেন।
সভায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান বলেন, আল আরাফাহ ইসলামী ব্যাংক বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় ইসলামী ব্যাংক।
ব্যাংকিংয়ের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা হিসেবে আমরা শিক্ষা ও স্বাস্থ্যসহ অনেক ধরনের চেরিটি কার্যক্রমে সহযোগিতা করে থাকি।
তারই অংশ হিসেবে আজকে চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২টি লিফটের জন্য অনুদান প্রদান করা হলো।











