মা ও শিশু হাসপাতালে হোপ ফাউন্ডেশন বাংলাদেশের মেডিকেল সামগ্রী প্রদান

| শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

হোপ ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে প্রায় ৩০ লক্ষ টাকার বিভিন্ন মেডিকেল সামগ্রী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে অনুদান হিসেবে প্রদান করা হয়। গত ১২ নভেম্বর ফাউন্ডেশনের পক্ষে কান্ট্রি ডাইরেক্টর কে এম জাহিদুজ্জামান উক্ত মেডিকেল সামগ্রী হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের নিকট হস্তান্তর করেন। এ সময় ফাউন্ডেশনের পক্ষে প্রজেক্ট ম্যানেজার বাবুল চৌধুরী, চীফ মেডিকেল অফিসার ডা. নির্ময় বিশ্বাস এবং হাসপাতালের কার্যনির্বাহী কিমটির ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, পরিচালক ডা. মো. নূরুল হক, পরিচালক ডা. এ কে এম আশরাফুল করিম, প্রফেসর ডা. সিরাজুন নুর রোজী, উপপরিচালক মোহাম্মদ মোশাররফ হোসাইন উপস্থিত ছিলেন। মেডিকেল সামগ্রীর মধ্যে ছিল ১০টি অক্সিজেন কনসানট্রেটর, ১৫ সেট গাইনী ও মিডওয়াইফারী কিট, ২৮২ বোতল আইসোফ্লোরিনসহ বিভিন্ন ওষুধ। উল্লেখ্য যে, ইতোপূর্বেও হোপ ফাউন্ডেশনের পক্ষ থেকে অত্র হাসপাতালে বিভিন্ন মেডিকেল সামগ্রী অনুদান হিসেবে সরবরাহ করা হয়েছে। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এই সহযোগিতার জন্য হোপ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ডা. ইফতেখার হোসেন মিনারকে আন্তরিক ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল
পরবর্তী নিবন্ধনির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ১৫ বছরের ভয়কে জয় করতে হবে