চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে প্রথমবারের মতো পেডিয়াট্রিক কার্ডিওলজিষ্ট ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডা. নুরুন্নাহার ফাতেমা বেগমের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম গত ২৫ নভেম্বর দিনব্যাপী কার্ডিয়াক ইন্টারভেনশনাল প্রসিডিউরের মাধ্যমে জন্মগত হার্টে ত্রুটি থাকা ১০ জন শিশুর চিকিৎসা সেবা প্রদান করেন। সম্প্রতি স্থাপিত অত্যাধুনিক ক্যাথ ল্যাবে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত টিমে আরো বিশেষজ্ঞ ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্ট ছিলেন লে. কর্নেল ডা. আশফাক, লে. কর্নেল ডা. নাজমুল ইসলাম ভূঁইয়া । হাসপাতালের শিশু কার্ডিওলজি বিভাগ ও কার্ডিওলজি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়। ইতোপূর্বে এ ধরনের রোগীদের ঢাকায় রেফার করা হতো। এই উপলক্ষে গতকাল হাসপাতালের আইসিএইচ সেমিনার হলে প্রেডিয়াট্রিক ইন্টারভেনশনাল কার্ডিওলজির উপর এক সেমিনারের আয়োজন করা হয়। এতে মূখ্য আলোচক ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম। সেমিনার পরবর্তী হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খানের সভাপতিত্বে ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম ও তার টিমকে এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ডা. কামরুন নাহার দস্তগীর, আজিজ মো. নাজিম উদ্দিন, প্রফেসর ডা. কামরুন নেসা রুনা, অধ্যক্ষ প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, প্রফেসর ওয়াজির আহমেদ, প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, প্রফেসর ডা. সিরাজুন নুর রোজী, অধ্যাপক ডা. দিদারুল আলম, লে. কর্নেল ডা. আশফাক ও লে. কর্নেল ডা. নাজমুল ইসলাম ভূঁইয়া।
সংবর্ধিত অতিথি ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম বলেন, শিশুদের ইন্টারভেনশনাল প্রসিডিউর খুবই বিশেষায়িত একটি চিকিৎসা সেবা। অনেক প্রতিকূলতার সাথে আমরা বাংলাদেশে এই চিকিৎসা সেবা কার্যক্রম চালু করেছি। এ ব্যাপারে সরকার আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে আন্তরিক ভাবে কৃতজ্ঞ। এই চিকিৎসা সেবা কার্যক্রমের পরিধি আরো বৃদ্ধি করার জন্য আমি এবং আমার টিম সর্বাত্বক ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মা ও শিশু হাসপাতালে আমাদের কাজ করার সুযোগ করে দেয়ার জন্য আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি বলেন, এই হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম ও সেবার পরিধি দেখে আমি খুবই অভিভূত। প্রফেসর এম এ তাহের খান সংবর্ধিত অতিথিকে হাসপাতালে দিনব্যাপী এই বিশেষায়িত চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি অন্তত ২ মাস পর পর এখানে এই ধরনের একটি চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করার জন্য তাঁকে অনুরোধ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ ফাহিম হাসান রেজা ও সহকারী অধ্যাপক ডা. ফারাহ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।