মা ও শিশু হাসপাতালে লায়ন্স ক্লাবের হুইল চেয়ার প্রদান

| সোমবার , ১৭ নভেম্বর, ২০২৫ at ১১:২৯ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৪ এর পক্ষ থেকে গতকাল রোববার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩০টি হুইল চেয়ার অনুদান হিসেবে প্রদান করা হয়।

হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের নিকট হুইল চেয়ার হস্তান্তর করেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। উপস্থিত ছিলেন প্রথম জেলা ভাইস গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, রিজোন চেয়ারপরসন হেডকোয়াটার লায়ন আশরাফ উদ্দিন আরজু প্রমুখ। কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন জেলা গভর্নরকে এই অনুদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও লায়ন্স ক্লাব সমূহের এই সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণায়নের পঞ্চাশ বছর এবং নাটক ‘তিনি আসছেন’
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় রান্নাঘরের চুলার আগুনে পুড়ল বসতঘর