মা ও শিশু হাসপাতালে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

| রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চক্ষু বিভাগের উদ্যোগে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে গতকাল শনিবার নতুন হাসপাতাল ভবনে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খানের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের গভর্নরস অ্যাডভাইজার আলমগীর হোসাইন পিলু, বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর ঢাকা সমিতির জেনারেল সেক্রেটারী মো. হাবিবুর রহমান ও অধ্যাপক মো. আবুল কাশেম। স্বাগত বক্তব্য দেন, হাসপাতালের চক্ষু রোগ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোজাম্মেল হক শরিফি। গ্লুকোমা রোগ বিষয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেন ইন্টার্নী চিকিৎসক সালমা আক্তার। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য ভাইস প্রেসিডেন্ট (ডোনার) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী (ডোনার) সৈয়দ আজিজ নাজিম উদ্দীন, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারী মো. আহসান উল্লাহ, মেম্বার খায়েজ আহমেদ ভূঁইয়া, ডা. ফজল করিম বাবুল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য এ এস এম জাফর, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, ভাইস প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম প্রমুখ। অনুষ্ঠানে হাসপাতাল ও মেডিকেল কলেজের সর্বস্তরের শিক্ষক-শিক্ষিকা ও ডাক্তারগণ অংশ গ্রহণ করেন। এর আগে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে র‌্যালি বের করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্টার্নী চিকিৎসক হুমায়রা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশনের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধসেক্টর কমান্ডারস ফোরামের আলোচনা সভা