চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নবজাতক বিভাগের উদ্যোগে গতকাল বুধবার নিওনেটাল রিসাসিটেশন বিষয়ক এক কর্মশালা ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের পরিচালক ও নিওনেটাল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. ওয়াজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সম্মানিত অতিথি ছিলেন মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের উপদেষ্টা প্রফেসর ডা. এ এস এম মোস্তাক আহমেদ, পরিচালক ডা. মো. নূরুল হক, পরিচালক ডা. এ কে এম আশরাফুল করিম, অবস এন্ড গাইনী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সিরাজুন নুর রোজী, এনেস্থেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. অলক নন্দী, উপ–পরিচালক ডা. আবু সৈয়দ চৌধুরী প্রমুখ।
প্রফেসর ডা. ওয়াজির আহমেদের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালায় প্রশিক্ষক ছিলেন নিওনেটাল বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফিরোজা আক্তার, সহকারী অধ্যাপক ডা. শান্তা দত্ত, সহকারী অধ্যাপক ডা.বিবি ফাতেমা জিদনী ও জুনিয়র কনসালটেন্ট ডা. লিনা আক্তার। দিনব্যাপী কর্মশালায় ২৩ জন চিকিৎসক অংশ গ্রহণ করেন।
বক্তারা বলেন, বাংলাদেশে বিশ্বের মধ্যে নবজাতকের মৃত্যুহার অন্যতম উচ্চ। প্রতি ১০০০ নবজাতকের মধ্যে ২০ জন প্রসবের পর বিভিন্ন কারণে মৃত্যুবরণ করে। ২০৩০ সালের মধ্যে এসডিজি–৪ লক্ষ্য অর্জন করে এই হার কমিয়ে ১২/১০০০–তে নামিয়ে আনতে হলে সরকারি ও বেসরকারি সকল অংশীদারের একসাথে কাজ করা প্রয়োজন। এই লক্ষ্যে মা–শিশু ও জেনারেল হাসপাতালের নবজাতক বিভাগ দিনব্যাপী নবজাতক পুনরুজ্জীবন কর্মশালার আয়োজন করে, যেখানে চিকিৎসকদের প্রসবোত্তর নবজাতকের দ্রুত এবং সময়োপযোগী ব্যবস্থাপনার জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।