চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডা. এল এ কাদেরী ও প্রফেসর ডা. সৈয়দা নুরজাহান ভূঁইয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বাদ জোহর হাসপাতাল মসজিদে স্মৃতিচারণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হাসপাতালের পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা.এ কে এম আশরাফুল করিমের সঞ্চালনায় আয়োজিত মাহফিলে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান ও পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক। বক্তারা মা ও শিশু হাসপাতাল এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও এর অগ্রযাত্রায় প্রফেসর ডা. এল এ কাদেরী ও প্রফেসর ডা. সৈয়দা নুরজাহান ভূঁইয়ার অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং পরম করুনাময় আল্লাহর দরবারে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। মোনাজাত পরিচালনা করেন হাসপাতাল মসজিদের মোয়াজ্জিন মো. তাজুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।











