মা ও শিশু হাসপাতালে কিডনী দিবস উদযাপন

| বৃহস্পতিবার , ১১ মার্চ, ২০২১ at ৮:০৬ পূর্বাহ্ণ

বিশ্ব কিডনী দিবস উপলক্ষে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কিডনী রোগ বিভাগের উদ্যোগে গতকাল বুধবার চমাশিহা মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে আলোচনা সভার আয়োজন করা হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মোছলেম উদ্দিন আহমদ এমপি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক (ডা.) ইমরান বিন ইউনুস। অনুষ্ঠানে প্যানেল অব এক্সপার্ট হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কিডনী রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক (ডা.) আবুল কাশেম ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক (ডা.) শেখ মোহাম্মদ হাছান মামুন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডা. আঞ্জুমান আরা ইসলাম, ট্রেজারার রেজাউল করিম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোছলেম উদ্দিন আহমদ বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল হাঁটি হাঁটি পা পা করে আজ দেশের অন্যতম সেরা একটি বেসরকারী হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। এই হাসপাতাল আমাদের সকলের, এই হাসপাতাল চট্টগ্রামবাসীর হাসপাতাল। এটির উন্নয়নে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। করোনাকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ ও এখানকার ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মারজান মাহবিন।

পূর্ববর্তী নিবন্ধরাস্তা পার হতে গিয়ে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধআজ থেকে শিব চতুর্দশী মেলা