ইস্টার্ন ব্যাংকের পক্ষ থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের করোনা ওয়ার্ডের জন্য ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার ব্যাংকের হেড অব কর্পোরেট বিজনেস আশরাফ উজ জামান উক্ত অনুদানের চেক হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের নিকট হস্তান্তর করেন। এ সময় হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ট্রেজারার ও করোনা ম্যানেজমেন্ট কমিটির মেম্বার সেক্রেটারী মো. রেজাউল করিম আজাদ, হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের পরিচালক প্রফেসর ডা. ওয়াজির আহমেদ, উপ-পরিচালক (প্রশাসন)মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ কে এম আশরাফুল করিম এবং ইষ্টার্ন ব্যাংকের পক্ষে হেড অব অপারেশনস শুভ্রা কান্তি সাহা, হেড অব রিলেশনশিপ ইউনিট সঞ্জয় দাশ ও মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সভাতে ইষ্টার্ন ব্যাংক কর্তৃপক্ষকে এ ধরনের মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানানো হয়। সভাতে ইষ্টার্ন ব্যাংকের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হয়। সভাতে ব্যাংকের হেড অব কর্পোরেট বিজনেস আশরাফ উজ জামান হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষ করে করোনাকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল করোনা রোগীদের চিকিৎসা সেবায় যে অবদান রেখেছে তার জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উক্ত অনুদানের বিষয়ে ইস্টার্ন ব্যাংকের সাথে সার্বিক সমন্বয় ও যোগাযোগ রক্ষা করার জন্য প্রফেসর ডা. ওয়াজির আহমেদকে বিশেষ ভাবে ধন্যবাদ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।