মা ও শিশু হাসপাতালের করোনা ট্রিটমেন্ট কমিটির এক সভা গতকাল শনবিার কমিটির চেয়ারম্যান প্রফেসর অলক নন্দীর সভাপতিত্বে হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও করোনা ম্যানেজমেন্ট সেলের চেয়ারম্যান সৈয়দ মো. মোরশেদ হোসেন উপস্থিত ছিলেন। সভায় হাসপাতালে সম্প্রতি করোনা রোগী ব্যাপক ভাবে বৃদ্ধি পাওয়ায় কোভিড ম্যানেজমেন্ট নিয়ে বিশদ ভাবে আলোচনা করা হয়।
সভাতে গত ১ জুন কোভিড আইসিইউতে একজন করোনা রোগীর সফল নরমাল ডেলিভারী সম্পন্ন করায় করোনা ওয়ার্ডে কর্মরত সকল ডাক্তার, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। সভা চলাকালীন কাউন্সিলর শৈবাল দাশ সুমন হাসপাতালের করোনা রোগীদের চিকিৎসা সেবার জন্য একটি অঙিজেন অনুদান হিসেবে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেনের নিকট হস্তান্তর করেন। তিনি করোনা চিকিৎসা সেবায় মা ও শিশু হাসপাতাল গুরুত্বপূর্ণ অবদান রাখায় হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি, করোনা ম্যানেজমেন্ট কমিটি, করোনা ট্রিটমেন্ট কমিটি ও সংশ্লিষ্ট ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান। সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ কে এম আশরাফুল করিম, অধ্যাপক সিরাজুন নুর রোজী, সহযোগী অধ্যাপক ডা. শেফাতুজ্জাহান, সহযোগী অধ্যাপক ডা. রজত সংকর রায় বিশ্বাস, সহকারী অধ্যাপক ডা. মাহাদী হাসান রাসেল, সহকারী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।