মা ও শিশু হাসপাতালে করোনা ম্যানেজমেন্ট সেল ও ট্রিটমেন্ট কমিটির সভা

| বৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে করোনা ম্যানেজমেন্ট সেল ও করোনা ট্রিটমেন্ট কমিটির সভা গত ২০ ফেব্রুয়ারি হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মো. মোরশেদ হোসেন। সভায় হাসপাতালের করোনা ইউনিটের সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা এবং কিছু সিদ্ধান্ত হয়। এতে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য ও অনারারি প্রজেক্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফের রোগমুক্তির জন্য মোনাজাত করা হয়। সভায় পুরাতন হাসপাতাল ভবনের আইসিইউ এবং এইচডিইউ ইউনিটকে কোভিড ফ্রি করে নতুন হাসপাতাল ভবনের করোনা ইউনিটে আলাদা ১০ শয্যার একটি আইসিইউ/এইচডিইউ ইউনিট করার সিদ্ধান্ত হয়।
সভায় কার্যনির্বাহী কমিটির ডোনার সদস্য ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, মো. আহছান উল্যাহ, মো. জাহিদুল হাসান, মো. হারুন ইউছুপ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শেখ মো. হাছান মামুন, অ্যানেসথেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অলক নন্দী, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডা. আবু সৈয়দ চৌধুরী, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. সঞ্জয় কান্তি বিশ্বাস, অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শেফাতুজ্জাহান, সহকারী অধ্যাপক (শিশু স্বাস্থ্য) ডা. ফাহিম হাসান রেজা, ক্রিটিক্যাল কেয়ার বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাইফুদ্দিন আজাদ, রেজিস্ট্রার ডা. মো. মেহেদী হাসান উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাউন্সিলর রুমকির বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধফিনলে প্রপার্টিজের সাথে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চুক্তি স্বাক্ষর