মা ও শিশু হাসপাতালে আর্থিক অনুদান

| বুধবার , ৪ জানুয়ারি, ২০২৩ at ৬:৩৩ পূর্বাহ্ণ

চবি ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক নিলুফার সুলতানা গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আগত গরীব, দুস্থ, অসহায় শিশু রোগীদের ওষুধ ও চিকিৎসার জন্য ৮ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

হাসপাতালের পক্ষে এই অনুদানের চেক গ্রহণ করেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খান। উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডা. কামরুন নাহার দস্তগীর, মো. আহসান উল্লাহ, মো. শহীদউল্লাহ, প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, ডা. মো. নূরুল হক, প্রফেসর সিরাজুন নুর রোজী, ডা. এ কে এম আশরাফুল করিম, বিলকিস আক্তার চৌধুরী প্রমুখ।

কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খান এই মহতী উদ্যোগের জন্য অধ্যাপক নিলুফার সুলতানাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমার্চে আসছে আদানির বিদ্যুৎ : প্রতিমন্ত্রী নসরুল
পরবর্তী নিবন্ধনতুন হট অ্যান্ড টেকি সুজুকি ব্রেজা বাজারজাতকরণ শুরু