চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অধীনে পরিচালিত অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের উদ্যোগে গত ৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ইপিলেপ্সি দিবস পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। তিনি বলেন, অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের মাধ্যমে এতদাঞ্চলের ইপিলেপ্সি আক্রান্ত শিশুদের বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। একই ছাদের নিচে এখানে ইপিলেপ্সি আক্রান্ত শিশুদের সকল ধরনের চিকিৎসা সুবিধা রয়েছে। এজন্য তিনি এই প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজুকে ধন্যবাদ জানান। তিনি আরো ধন্যবাদ জানান অত্র হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ট্রেজারার মোঃ রেজাউল করিম আজাদকে, যিনি অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রকে আধুনিক ভাবে গড়ে তোলার জন্য অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের সাথে জড়িত সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানান এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ কে এম আশরাফুল করিম, ডা. ধনঞ্জয় দাশ ও অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।