চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার হাসপাতালের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, কার্যনির্বাহী নবনির্বাচিত জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, উপ–পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপ–পরিচালক (ফিন্যান্স) মনজুরুল আলম চৌধুরী, উপ–পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাসপাতাল মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ জসিম উদ্দিন। সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামবাসীর সম্পদ। সভায় হাসপাতালের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা এই হাসপাতালের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত ছিলেন প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।