মা ও শিশু হাসপাতালের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী

| শুক্রবার , ১ জানুয়ারি, ২০২১ at ৬:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে। এ উপলক্ষে হাসপাতাল মসজিদে সকালে খতমে কোরআন, বাদ জোহর মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ট্রেজারার মো. রেজাউল করিম আজাদ, কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, মো. শহীদউল্লাহ, ডা. কামরুন নাহার দস্তগীর, প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, মো. আহছান উল্যাহ, এস এম কুতুব উদ্দিন, এম জাকির হোসেন তালুকদার, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক সভাপতি এস এম নূরুল হক, মীর মাহাবুব আলী, মো. শাহজাহান, হাসপাতালের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ কে এম আশরাফুল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী অনুরুপ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ কেক কাটার আয়োজন করা হয়। উল্লেখ্য, ১৯৭৯ সালের ৩১ ডিসেম্বর আন্তর্জাতিক শিশু বর্ষের প্রাক্কালে শুধুমাত্র বহির্বিভাগে সেবা প্রদানের মাধ্যমে এই হাসপাতাল প্রতিষ্ঠা লাভ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংকের ৩৩৭তম বোর্ড সভা
পরবর্তী নিবন্ধহাইলধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, সাত আসামি কারাগারে