মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা

| রবিবার , ১৪ নভেম্বর, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা গতকাল শনিবার নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খানের সভাপতিত্বে হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট (ডোনার) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসাইন, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ইঞ্জিনিয়ার লায়ন মো. জাবেদ আবছার চৌধুরী, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী (ডোনার) সৈয়দ আজিজ নাজিম উদ্দীন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডা. কামরুন নাহার দস্তগীর, ট্রেজারার লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার লায়ন এস এম কুতুব উদ্দীন, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি মো. আহসান উল্লাহ, ডোনার মেম্বার মোহাম্মদ শহীদ উল্লাহ, মেম্বার ডা. কামরুন নেসা (রুনা), মো. আলমগীর পারভেজ, ডা. নাসির উদ্দিন মাহমুদ, খায়েজ আহম্মেদ ভূঁইয়া, ডা. ফজল করিম বাবুল, মো. হারুন ইউসুফ, এ এস এম জাফর, ছৈয়দ ছগীর আহমদ, মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, প্রধান প্রকৌশলী অনুরুপ চৌধুরী, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (ফিন্যান্স) মো. মনজুরুল আলম চৌধুরী প্রমুখ। সভায় হাসপাতালের সেবার মান বৃদ্ধিসহ হাসপাতালের সামগ্রিক উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। উপসি’ত সকলে আলোচনায় অংশ গ্রহণ করেন এবং তাদের মূল্যবান মতামত প্রদান করেন। সকলের আলোচনার ভিত্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধরিত্রী বাঁচাতে নতুন খসড়া চুক্তি প্রকাশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৭