মা ও শিশু হাসপাতালকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বীকৃতি

করোনাকালীন বেসরকারি পর্যায়ে স্বাস্থ্য সেবায় অবদান

| মঙ্গলবার , ৯ মে, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

করোনাকালীন বেসরকারি পর্যায়ে করোনা রোগীদের চিকিৎসা সেবায় অনন্য অবদানের জন্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বীকৃতি স্বরূপ সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ও মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের নিকট হস্তান্তর করেন। অনুষ্ঠানে মন্ত্রী করোনা রোগীদের চিকিৎসা সেবায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

চট্টগ্রামে বেসরকারি পর্যায়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সর্বপ্রথম নিজ উদ্যোগে করোনা রোগীদের চিকিৎসা সেবার উদ্যোগ গ্রহণ করে। হাসপাতালের নবনির্মিত ভবনে আলাদা কোভিড হাসপাতাল গড়ে তোলা হয়। প্রাথমিকভাবে ৩৪ শয্যা বিশিষ্ট কোভিড ওয়ার্ড চালু করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে এই কোভিড ওয়ার্ডকে ২৭৫ শয্যায় উন্নীত করা হয়। এর মধ্যে ২০ শয্যার কোভিড আইসিইউ চালু করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে বেসরকারিভাবে অত্যাধুনিক পিসিআর ল্যাব স্থাপন করা হয়। এছাড়া করোনা রোগীদের চিকিৎসা সেবায় বিশেষ ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করা হয়। যারা করোনা রোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করে। করোনাকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সর্বমোট ২৮ হাজার ৭৭২ জন করোনা রোগীর চিকিৎসা সেবা প্রদান করে এবং হাসপাতালের পিসিআর ল্যাবে ৪৭ হাজার ১০৭ জন ব্যক্তির করোনা পরীক্ষা করা হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের করোনা রোগীদের চিকিৎসা সেবায় এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেশবিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। চট্টগ্রামের সর্বস্তরের মানুষ এজন্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন। সরকারি ও বেসরকারি পর্যায়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের এই অবদানের জন্য ইতোপূর্বে বিভিন্নভাবে স্বীকৃতি দেয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এইবার স্বীকৃতি দেয়া হল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোয়ান্টাম কম্পিউটিশন এবং ফিউশন এনার্জি নিয়ে নতুন প্রজন্মকে জানতে হবে
পরবর্তী নিবন্ধপ্রকৃত মানুষই পারে প্রকৃত সমাজ গড়ে তুলতে