বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বিভাগীয় পর্যায়ে আয়োজিত মা–শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা দানের জন্য ৪ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রাউজান উপজেলা। গত ১৪ জুলাই বিভাগীয় ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এক অনুষ্ঠান থেকে এই স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান। তিনি শ্রেষ্ঠত্বের অধিকারী ব্যক্তিদের হাতে স্বীকৃতির সনদ তুলে দেন।
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ১০ ক্যাটাগরিতে ২০ প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে রয়েছে রাউজান উপজেলা পরিষদ, ইউনিয়ন পর্যায়ে সেবাদানের জন্য পশ্চিম গুজরা ইউনিয়ন, পশ্চিম গুজরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কণ্যাণ কেন্দ্র, সেবাদানকারীদের মধ্যে আছেন বাগোয়ান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ–সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পান্না রাণী পাল। পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠানে বিভাগীয় পরিচালক আবু সালেহ মোহাম্মদ ফোরকান উদ্দীন সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, পিডিবির তত্তাবধায়ক প্রকৌশলী কে এম এম মামুনুর বাশরী, উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সাবেক উপ–পরিচালক সুব্রত কুমার চৌধুরী, ডা. উ খ্যে উইন, এম এম এরশাদ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ–পরিচালক বেগম সাহান ওয়াজ, সহকারী পরিচালক (সিসি) ডা. শামীমা হাসনাত, সহকারী পরিচালক (পোর্ট ক্লিয়ারেন্স) লোকমান হোসাইন প্রমুখ।