মা ও শিশু ক্যান্সার হাসপাতালে অনুদান

| বুধবার , ১৯ এপ্রিল, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

চমাশিহা ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নির্মাণ কার্যক্রমের তহবিল সংগ্রহের লক্ষে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে ১ হাজার টাকা মূল্যমানের কূপনের বিপরীতে তাদের সংগৃহীত অর্থ বাবদ ২ লাখ টাকা প্রথম পর্যায়ের অনুদান হাসপাতাল কর্তৃপক্ষের নিকট গতকাল হস্তান্তর করা হয়। চমাশিহা ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট বাস্তবায়ন কমিটির মেম্বার সেক্রেটারী ও হাসপাতাল কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদের নিকট উক্ত অনুদানের চেক হস্তান্তর করা হয়।

এ সময় হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, নিউক্লিয়ার মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আ ম ম মিনহাজুর রহমান, উপপরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, নিউরো সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. মঈনউদ্দিন এম ইলিয়াছ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র ডা. সৌমেন বড়ুয়া, ডা. মুনতাসির উদ্দিন চৌধুরী, ডা. বিশ্বজিৎ কুমার দে, ডা. মো. নাহিদুল ইসলাম অপু, ডা. আওলাদ হোসেন তুষার, ডা. নিলাঞ্জন দাশ, ডা. মিনহাজুল আবেদিন, ডা. ফাহিম খান, ডা. মোস্তফা জামাল, ডা. মেজবাহ উদ্দিন জিম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম’র মতবিনিময়
পরবর্তী নিবন্ধযে ভাষার জন্য প্রাণ দিয়েছি, সে ভাষা শুদ্ধভাবে বলতে পারা জরুরি