ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশের মতো রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়–বিক্রয় ও বিনিময় বন্ধের লক্ষ্যে লিফলেট, ব্যানার, ফেস্টুন ও মাইকিং যোগে ব্যাপক প্রচার প্রচারনা কার্যক্রম বাস্তবায়ন করা হয়। গতকাল শনিবার অভিযান পরিচালনায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী। সার্বিক সহযোগিতায় ছিলেন মৎস্য দপ্তরের মো. ওবাইদুল হক, ক্যাচিংনু মারমা এবং মৎস্যচাষি সুলতান উদ্দিন আকবর। প্রচারণাকালে উপজেলার বিভিন্ন মৎস্য আড়ত ও মাছ বাজার পরিদর্শন করা হয়। এ সময় কোন ইলিশ মাছ পাওয়া যায়নি বলে জানান তারা।