আগামী ৪ থেকে ২৫ অক্টোবর ২২ দিন দেশব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হবে। এ উপলক্ষে গত রবিবার দক্ষিণ কাট্টলীস্থ রানী রাসমণি ঘাটে জেলেদের মাঝে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাস্টেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিসারিজ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস, বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধি লেফটেন্যান্ট রাগিব, বাংলাদেশ নৌ পুলিশের অফিসার ইনচার্জ কুমিরা ওয়ালিদ উদ্দিন আকবর এবং বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতিনিধি মোঃ রমজান আলী, পের্টি অফিসার পতেঙ্গা কনটিনজেন্ট। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর চট্টলার জলদাস ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সমীরন দাস, দক্ষিণ কাট্টলীর জেলে প্রতিনিধি নেপাল দাস ও খেলন দাস। উপস্থিত মৎস্যজীবীগণ ২২ দিন বন্ধের সময় সাগরে মাছ ধরবে না মর্মে অঙ্গীকার করেন। প্রেস বিজ্ঞপ্তি।












