মা ইলিশ সংরক্ষণে তৎপর কোস্ট গার্ড

| বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২০ at ৯:৩২ পূর্বাহ্ণ

ইলিশ মাছের প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে ‘মা ইলিশ’ রক্ষার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। ইলিশ মাছ রক্ষা কার্যক্রমকে আরও বেগবান ও টেকসই করার লক্ষ্যে ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ইলিশের ভরা প্রজনন মৌসুমে দেশের নির্দিষ্ট উপকূলীয় এলাকায় ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশের প্রজনন এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এসময় আইন অনুযায়ী সারাদেশে ইলিশ মাছের আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং কেনাবেচা নিষিদ্ধ থাকবে। মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনায় কোস্ট গার্ড তৎপর ভূমিকা পালন করছে। বাংলাদেশ কোস্ট গার্ডের দায়িত্বাধীন এলাকায় জনসচেতনতা তৈরি করতে ইতোমধ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালানো হয়েছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড একক ও যৌথভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করা হবে। এসময় বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ টি ঘাঁটি, ২৩ টি ছোট-বড় জাহাজ এবং ৫৮ টি স্থায়ী ও ৪ টি অস্থ্‌য়ী কন্টিনন্টের সদস্যগণ শতাধিক কোস্ট গার্ড বোট ও সিভিল বোটের মাধ্যমে দেশের বিভিন্ন নদীতে টহলে নিয়োজিত থাকবে।
গতকাল বুধবার বাংলাদেশ কোস্ট গার্ড মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমা. এম হাবিবুর রহমান, অফিসার ইনচার্জ নৌ পুলিশ সদর ঘাট ও মেরিন ফিশারিজ কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) বলেন, মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর বিধি বিধান অনুযায়ী নিষিদ্ধকালীন সারাদেশে সকল ধরনের মৎস্য আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে এক থেকে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানবতার সেবায় রোটারী ক্লাব চিটাগাং সাগরিকা
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নার উদ্বোধন