বঙ্গোপসাগর অঞ্চলে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে চট্টগ্রামের জেলা প্রশাসন। এ সময় ৫টি টং জাল ও ৮ টি সুতার জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। গত মঙ্গলবার মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ এর আওতায় মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসরাফিল জাহান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ–সচিব মো. আরমান হায়দার, মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপ–পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা চট্টগ্রাম শ্রীবাস চন্দ্র চন্দ, হালদা প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান, মৎস্য জরীপ কর্মকর্তা চট্টগ্রাম মো. মাহবুবুর রহমান এবং বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসরাফিল জাহান আজাদীকে বলেন, জনস্বার্থে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।