মা ইলিশ রক্ষায় জেলেদের ভূমিকা অপরিসীম

জেলা মৎস্য দপ্তরের জনসচেতনতামূলক সভা

| সোমবার , ৪ অক্টোবর, ২০২১ at ৬:০১ পূর্বাহ্ণ

জেলা মৎস্য দপ্তর চট্টগ্রামের উদ্যোগে গতকাল রবিবার বন্দরটিলা আকমল আলী ঘাটে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভার আয়োজন করা হয়। জেলা মৎস্য দপ্তরের উপ সহকারী
পরিচালক মাইসুরা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী। সভায় বক্তব্য রাখেন জেলা মৎস্য দপ্তরের মৎস্য জরিপ কর্মকর্তা মাহবুব রহমান, বাংলাদেশ কোস্ট গার্ড পতেঙ্গা জোনের কন্টিজেন কমান্ডার খন্দকার মাসুম হোসেন, উত্তর চট্টলার উপকূলীয় মৎস্যজীবী জলদাস ফেডারেশনের সভাপতি লিটন দাশ, সহ সভাপতি সমিরন দাশ, সাধারণ সম্পাদক হরি দাশ, জেলে প্রতিনিধি খেলন দাশ, দেলোয়ার হোসেন (দুলাল) প্রমুখ। জনসচেতনতা সভায় প্রধান অতিথি জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী বলেন, সরকার ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেতে ২৫ অক্টোবর ২২দিন ইলিশ আহরণ পরিবহণ, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষেধ এবং দণ্ডনীয় অপরাধ। এ আইন অম্যান্যকারীর শাস্তি কমপক্ষে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত কারা হবে। এ আইন বাস্তবায়নে মৎস্যজীবী ও জেলে সম্প্রদায় এবং সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২০টি পূজামণ্ডপে কাউন্সিলর মুন্নীর অর্থ সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধইউনিয়ন ব্যাংকের ৮ম বার্ষিক সাধারণ সভা