মা ইলিশ ধরা বন্ধে জনসচেতনতা সভা

| শনিবার , ৭ অক্টোবর, ২০২৩ at ৮:৩৭ অপরাহ্ণ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২৩ বাস্তবায়নে আগামী ১২ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, নিষিদ্ধ উপলক্ষে জেলা মৎস্য দপ্তর চট্টগ্রামের উদ্যোগে আজ শনিবার আকমল আলী ঘাটে জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দের সভাপতিত্বে এক জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো: কামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আমিনুল হক সরকার বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ বাহিনীর কন্টিজেন্টস কমান্ডার মামুনুর রশিদ, কোস্ট গার্ড পতেঙ্গা বেইজের কন্টিজেন্টস কমান্ডার তৌহিদ এবং নৌ পুলিশের এসআই সঞ্জীব নাথ।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর চট্টলার জেলে ফেডারেশন মহাসচিব বাবু হরিদাস, বোট মালিক সমিতির সহ-সভাপতি হাজী ইসমাইল, পরিচালক মো: কাউসারুজ্জামান, পতেঙ্গা মুসলিমাবাদ জেলে ফেডারেশনের সভাপতি সোনা বাবু।

সভায় জেলা মৎস্য কর্মকর্তা বলেন, ইলিশ উৎপাদনে এশিয়া মহাদেশে বাংলাদেশ প্রথম। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে তিনি আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলের পাল্টা হামলায় ১৯৮ ফিলিস্তিনি নিহত
পরবর্তী নিবন্ধপরিবেশ ধ্বংসের সাথে জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে