আমরা যদি আমাদের প্রিয় শিক্ষককে বুঝতে পারতাম তবে নিজের জীবনের সব চাইতে বড় শিক্ষকের নামটা বলতাম। যে আমাদের জন্মের আগে থেকেই আমাদের শিক্ষা দিয়ে আসছেন। যে শিক্ষাটা আমরা মায়ের গর্ভ থেকে পেয়ে আসছি। যার প্রচেষ্টায় আমরা বলতে শিখি মা। যাকে দেখে প্রথম অনুকরণ করি। যার হাত ধরে বণর্মালার সাথে পরিচয় ঘটে। যার কাছ থেকে শিখি নৈতিকটা ও মূল্যবোধ কাকে বলে। যার দেখানো রাস্তায় আমরা আমাদের জীবনের আলোর সন্ধান পায়। তাই শিক্ষক হিসেবে তো সবাই আমাদের কাছে শ্রদ্ধা আর ভালোবাসার মানুষ। তবে যদি প্রিয় শিক্ষক হয় তবে আমার মনে হয় সে একমাত্র আমাদের মা। একটা কথা আমাদের কানের কাছে বার বার বাজে মা–বাবার শিক্ষা যেমন তেমনি হয়েছে। হ্যাঁ, আমরা যখন কোনও খারাপ কাজ করি তখন লোকে প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা তুলে না তুলে পারিবারিক শিক্ষার কথা বলে মা–বাবা ভালো শিক্ষা দিতে পারেনি। এখানে মা এর শিক্ষার প্রশ্নটা প্রথমে আসে তাই কোথাও না কোথাও গিয়ে মা এর শিক্ষাটা আমাদের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ তাই প্রিয় শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে সবার প্রথমে আমাদের মা।