মা আমাকে শিখিয়েছে কেমনে সকাল হয়
সকাল বেলা মায়ের সাথে কেমনে কথা কয়
মা আমাকে জায়নামাজের পাশে রেখে শুয়ে
মিষ্টি হেসে করতো আদর ছোট্ট চিবুক ছুঁয়ে।
মা আমাকে শিখিয়েছে কেমনে ওঠে কোলে
কেমনে রোদে মায়ের পায়ের উপর শুয়ে দোলে
সারা গায়ে তেলটি মেখে কেমনে পরে জামা
হামাগুড়ি দিয়ে চলা শিখিয়েছিল মা।
মা আমাকে শিখিয়েছে কেমনে উঠে দাঁড়ায়
পড়তে গেলে অমনি আমায় ধরতো দুহাত বাড়ায়
মা আমাকে শিখিয়েছে কেমনে পায়ে চলে
আধো বোলে বাবার সাথে কেমনে কথা বলে।
মা আমাকে শিখিয়েছে কলম হাতে লেখা
দিদির সাথে পড়তে বসা মায়ের কাছে শেখা
মা আমাকে শিখিয়েছে মহান হতে হলে
সবার সাথে হাসি মুখে মিলতে হবে গলে।
মায়ের কথা বলে বাবা আমায় শিখিয়েছে
স্বর্গ আমার রাখা মায়ের দুটি পায়ের নিচে
মা বাবার আদরের জগৎ সৃজিয়েছেন যিনি
রাখেন যেন মা বাবাকে স্বর্গসুখে তিনি।