মায়ের স্থান হোক সন্তানের হৃদয়জুড়ে

শিউলী নাথ | শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ৫:৫৩ পূর্বাহ্ণ

জীবন যেখানে থেমে থাকে না, বয়সের আধিক্য বেড়েই চলে অথচ সেই পড়ন্ত বেলায় এসেও মায়ের স্পর্শ খুঁজে পেতে মন হাহাকার করে ওঠে। মা হলেন এমন এক সত্তা যার ভালোবাসা, আত্মত্যাগ ও স্নেহের কোন তুলনা হয় না। জীবনের প্রতিটি ধাপে তিনি আমাদের হাত ধরে রাখেন, সমর্থন দেন এবং জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসেন। মাকে নিয়ে লেখা কোন গল্প, কবিতা, গান বা উপন্যাস কখনোই মায়ের ভালোবাসার গভীরতা প্রকাশ করতে পারে না। মা তার সন্তানের কাছে দেবদূতের মতো। যিনি তাদের জন্ম থেকে শুরু করে বড় করে তোলা পর্যন্ত সব পরিস্থিতিতে পাশে থাকেন এবং সমর্থন করেন।

একজন মা তার সন্তানদের অনুপ্রেরণা পথপ্রদর্শক ও সেরা বন্ধু হিসেবে কাজ করেন। যা জীবনকে সুন্দর ও অর্থপূর্ণ করে তোলে। কার্ডিনাল মেইমিলড বলেছেন, ‘একজন মা হলেন তিনি, যিনি অন্য সকলের স্থান নিতে পারেন। কিন্তু যার স্থান অন্য কেউ নিতে পারে না’। আক্ষরিক অর্থে মা শব্দটি অত্যন্ত ছোট কিন্তু এর বিশালতা বস্তুজগতের কোন কিছুর সাথেই পরিমাপ করার যোগ্য নয়। সে সাগর মহাসাগর যাই হোক না কেন। কিন্তু মা শব্দটি সহগ্র কোটি ঋণের জালে বাঁধা। প্রতিটি সন্তান তার মায়ের কাছে মহাসাগরের জলরাশির সমান ঋণী, যা শোধ করা অসম্ভব। মা শব্দটি শুধু শব্দতেই সীমাবদ্ধ নয়। সন্তানের কাছে আবেগ অনুভূতির সংমিশ্রণ। মা এবং সন্তানের অস্তিত্ব একে অন্যের পরিপূরক। সন্তানের জন্য মায়ের প্রতিটি মুহূর্তের কষ্টের কথা স্মরণ করলে এক বৃহৎ মহাকাব্য হয়ে যাবে। জোয়ান হেরিজ বলেছেন, ‘সন্তানেরা ধারালো চাকুর মত। তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয় আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানের সাথে লেগে থাকে’। আসলেই মা বিহীন সন্তান পৃথিবীতে মূল্যহীন। মাকে ছাড়া সন্তানেরা কখনো রঙিন পৃথিবীতে পদার্পণ করতে পারে না। তবে অনেক সন্তান রঙিন পৃথিবীতে প্রবেশ করেই চার দেয়ালের এক কুঠুরি তৈরি করে ফেলেন। বৃদ্ধাশ্রম নামক সেই কুঠুরিকে মায়ের আবাসস্থল বানিয়ে দিয়ে নিজেরা অলীক স্বপ্নের জগতে ভেসে বেড়াতে থাকেন।

মায়ের আদর ভালোবাসায় লালিত সন্তান কতটা অকৃতজ্ঞ ও অসুস্থ মস্তিষ্কের অধিকারী হলে মাকে উপহার দেয় বৃদ্ধাশ্রম। অথচ সেখানে বসেও অকৃতজ্ঞ ছেলের জন্য মা কফোটা অশ্রু বিসর্জন দিয়ে মঙ্গল কামনা করেন। তাই এই পৃথিবী থেকে বৃদ্ধাশ্রম নামক ওই চার দেয়াল ভেঙে ফেলে পারিবারিক ভালোবাসার চার দেয়াল মজবুত করতে হবে। মায়ের তুলনা মা নিজেই। মা সন্তানের পাশে থাকলে কখনো সন্তানের অভাব বোধ হয় না। আব্রাহাম লিংকন বলেছেন, ‘যার মা আছে সে কখনোই গরীব নয়’। এই পৃথিবীতে যার মা নেই সে বস্তুত ধনী হলেও নিঃস্ব। মা বিহীন এই পৃথিবীতে অহংকারের কিছু নেই। এই নশ্বর পৃথিবীতে মায়েদের চাওয়া তার সন্তান হাসিমুখে বেঁচে থাকুক। সেভাবেই প্রতিটি সন্তানের চাওয়া হোক জন্মধাত্রী যেন কোন দুঃখ কষ্ট ছাড়া হাসিমুখে এই পৃথিবী থেকে বিদায় নইতে পারে। মমতাময়ী মায়ের একমাত্র স্থান হোক সন্তানের হৃদয় জুড়ে। মায়ের প্রতি সন্তানের ভালোবাসায় ভরপুর হয়ে যাক এ পৃথিবী। সবশেষে রিদওয়ান মাসুদের কথা দিয়ে শেষ করছি, ‘পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে। কিন্তু সব শেষে তুমি একজন মানুষকে খুঁজে পাবে। যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যৎ নিয়েই ভাবে। আর তিনি হলেন মা’। লেখক : শিক্ষক

পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনার জন্য দায়ী কে
পরবর্তী নিবন্ধশরৎ সাজে