মায়ের হাত ধরে নানার বাড়ি যাওয়া হলো না শিশু তামীম উদ্দিন রামীমের (৭)। তার আগেই ঘাতক ট্রাক কেড়ে নিলো তার জীবন। গতকাল সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট ট্রাফিক মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু জোরারগঞ্জ থানাধীন ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের এছাক সওদাগর বাড়ির লিটন মিয়ার ছেলে। সে জোরারগঞ্জ মৌলভী নজির আহমদ আদর্শ দাখিল মাদরাসার ২য় শ্রেণির ছাত্র।
নিহতের ফুফু ফেরদৌস জানান, গতকাল সন্ধ্যায় রামীম তার মায়ের সাথে বারইয়ারহাটের পাশ্ববর্তী খিরমুরালী এলাকায় তার নানার বাড়িতে যাচ্ছিলো। এ সময় সে তার মায়ের বোরকা ধরে হাঁটছিল। হঠাৎ সে মায়ের বোরকা থেকে হাত ছেড়ে দিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে যায়। এ সময় তার মা সড়ক পার হয়ে ঐ পাশ থেকে ছেলেকে দাঁড়িয়ে থাকতে বলে। কিন্তু দ্রুতগামী একটি ট্রাক আসার সময় সে দ্রুত ট্রাকের পাশে চলে যায়। সেসময় ট্রাকের নীচে পড়ে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে মৃত্যুবরণ শিশু রামীম।
জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই কামরুল আলম বলেন, আমার ডিউটি থাকাকালীন এই দুর্ঘটনার কোন খবর পাইনি। পরে উক্ত শিশু নিহত হওয়ার খবর শুনেছি। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবু ও ঘাতক ট্রাকটি ও এই বিষয়ে খোঁজ নেয়ার চেষ্টা করছি।












