পটিয়ায় মোহাম্মদ সাকিব (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত সাকিব আনোয়ারা উপজেলার খাসকামার গ্রামের মো. করিমের ছেলে। তারা প্রায় আট–নয় বছর ধরে সুচক্রদণ্ডী এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্যের জেরে অভিমানে ঘরে গলায় গামছা বেঁধে ফাঁস দেয় সাকিব। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, মায়ের সঙ্গে অভিমানে ওই তরুণ আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আত্মহত্যার আলামত পেয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।