চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদালা চা বাগানে বিষপান করে এক তরুণ চা শ্রমিক মারা গেছে। নিহত হীরণ বাউরি (১৮) উপজেলার কোদালা ইউনিয়নের চা বাগান এলাকার হীরক বাউরির ছেলে। গতকাল শনিবার সকালে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত মদ ও কীটনাশক পানে তার মৃত্যু হয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যার দিকে চা বাগান শ্রমিক হীরণ তার মা মায়াবিনী বাউরির কাছে বেড়াতে যাওয়ার জন্য টাকা চান। টাকা না পেয়ে রাত ১টার দিকে মায়ের সাথে অভিমান করে ঘরের শয়ন কক্ষে সবার অগোচরে বিষপান করেন তিনি। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে স্থানীয় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নিয়ে যান। গতকাল শনিবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।










