মায়ের সঙ্গে ছেলে, মেয়ের সঙ্গে মা পাস করলেন এইচএসসি

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:৩৯ পূর্বাহ্ণ

ছেলের সঙ্গে পরীক্ষায় বসেছিলেন মা মানিক পুতি চাকমা। আর মেয়ের সঙ্গে পরীক্ষা দিয়েছেন রাবিয়া আক্তার। ছেলেমেয়ের সঙ্গে এই দুই মা এইচএসসি পাস করেছেন। তাদের ফলাফলে খাগড়াছড়ির পানছড়িতে বইছে খুশির জোয়ার।

জানা যায়, পানছড়ির চেংগী ইউনিয়নের রত্নসেন পাড়ার সুলেন্দু বিকাশ চাকমার স্ত্রী মানিক পুতি চাকমা ও তার ছেলে সুমেন চাকমা একসাথে এইচএসসি পাস করেছে। মানিক পুতি চাকমা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে দিঘীনালা কলেজ কেন্দ্র থেকে জিপিএ ৩.৬৭ পেয়েছে। আর ছেলে সুমেন চাকমা পানছড়ি সরকারি ডিগ্রী কলেজ থেকে জিপিএ ৩.৩৩ পেয়ে এইচএসসি পাস করেছে।

ছেলে সুমেন চাকমা জানান, তার মায়ের লেখাপড়ার প্রতি আগ্রহ তাকে দ্বিগুণভাবে উৎসাহিত করে। মা সামনে স্নাতক পাশ করে তাদের পরিবারের মুখ উজ্জ্বল করবে এটাই তার প্রত্যাশা।

অন্যদিকে পানছড়ি ইসলামপুর এলাকার বাসিন্দা মো. ইকবাল হোসেনের সহধর্মিনী রাবিয়া আক্তার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে খাগড়াছড়ি সরকারি কলেজ কেন্দ্র থেকে জিপিএ ৩.৮৯ পেয়ে এইচএসসি পাশ করেছে।

আর তার মেয়ে ইসরাত জাহান খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছে। মামেয়ের এইচএসসি জয়ে উচ্ছসিত মো. ইকবাল হোসেন তার স্ত্রী রাবিয়া আক্তার ভবিষ্যতে উচ্চতর ডিগ্রী গ্রহণ করবেন বলে আশাবাদী।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় মারধরে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধসিমেন্ট ক্লিংকারসহ জাহাজ ডুবি