মায়ের লুকিয়ে রাখা টাকায় জুয়া খেলা, হেরে যাওয়ায় যুবকের আত্মহত্যা

| রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ২:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রা‌ম নগরীতে আলমা‌রিতে মায়ের লুকিয়ে রাখা ৬০ হাজার টাকা নিয়ে মোবাইলে অনলাইন জুয়া খেলায় হেরে গিয়ে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে তরিকুল ইসলাম (২৯) নামে এক যুবক।

শ‌নিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দি‌কে বন্দর থানাধীন ২নং মাইলের মাথা আলী মাঝির পাড়া রংগুর টিনশেঠ ভাড়াঘর এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রী। তার পিতা-মাতা, স্ত্রী ও দুই মেয়েসহ বন্দর থানাধীন আলী মাঝীরপাড়া রংগুর কলোনিতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করত। বিষয়‌টি দৈনিক আজাদীকে নি‌শ্চিত করেছেন বন্দর থানা ও‌সি আফতাব উ‌দ্দিন।

তি‌নি গতকাল বলেন, মৃতের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

থানা সূত্রে জানা যায়, মায়ের লুকিয়ে রাখা ৬০ হাজার টাকা নিয়ে মোবাইলে অনলাইন জুয়া খেলায় হেরে যাওয়ার বিষয়‌টি মাকে জানালে সামান্য বকাবকি করায় তাতে হতাশাগ্রস্থ হয়ে পরিবারের সকলের অগোচরে বর্তমান ঠিকানার ভাড়াটিয়া বাসায় ঘরের টিনের চালার লোহার এ্যাংগেলের সাথে ওড়না দ্বারা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং ক্লাসিকের চার্জ হ্যান্ডওভার, টেকওভার ও ডিজি টীম রিসেপশন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধপটিয়ায় চাকরিচ্যুত ব্যাংকারদের অবরোধের মুখে ২৫ ব্যাংকের লেনদেন বন্ধ