সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন তার বড় ছেলে তারেক রহমান। গতকাল বুধবার সকাল ১০টার দিকে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে এ দৃশ্য দেখা যায়। পাশে তার সহধর্মিণী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং ভ্রাতৃবধূ সৈয়দা শর্মিলা রহমান সিঁথি দোয়া–দরুদ পড়ছিলেন। খবর বিডিনিউজের।
এর আগে সকাল সোয়া ৯টার দিকে জাতীয় পতাকা শোভিত লাশবাহী গাড়ি এভারকেয়ার হাসপাতাল থেকে এ বাড়িতে পৌঁছায়। এরপর তাকে এক নজর দেখেন স্বজন ও দলের শীর্ষ নেতারা। ওই বাড়িতে আরও অবস্থান করছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।
বিএনপি নেত্রীর ছোট ভাই শামীম এস্কান্দার, শামীমের স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার মেজ বোন সেলিমা ইসলাম, প্রয়াত ভাই সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার, জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু, তার বড় মেয়ে শাহিনা জামান খান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন আহমেদও সেখানে ছিলেন তখন।












