মায়ের উদ্যোগে কিশোরীর বিয়ের আয়োজন, বাবার প্রচেষ্টায় বন্ধ

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ১৬ আগস্ট, ২০২৫ at ৫:৪৯ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলায় মায়ের চেষ্টায় অপ্রাপ্ত বয়স্ক একটি কন্যা শিশুর বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়। কিন্তু বাবার প্রচেষ্টায় সেই বিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার ঘটনাটি ঘটেছে উপজেলার কাপ্তাই ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডে।

জানা গেছে, ওমান প্রবাসী এক ব্যক্তির সাথে ১৬ বছরের এক কিশোরীর বিয়ে দিচ্ছিলেন মেয়ের মা। কিন্তু মেয়ের সৎ বাবা অপ্রাপ্ত কন্যা শিশুর বিয়ে দিতে নারাজ। এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় মেয়ের হাতে মেহেদী লাগানো সম্পন্ন হয়। ওমান প্রাবাসী বর মানিকের সাথে মোবাইলে বিয়ে পড়ানোর যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন করেন মেয়ের মা। মেয়ের বাবা বিষয়টি কাপ্তাই উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করে বিয়ে বন্ধ করার অনুরোধ জানান। পরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নেলী রুদ্র উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমাকে সাথে নিয়ে ঘটনাস্থলে যান এবং বিয়ে বন্ধ করে দেন। পাশাপাশি অপ্রাপ্ত বয়স্ক কন্যা শিশুর বিয়ের আয়োজন করায় মেয়ের মাকে ৫ হাজার টাকা জরিমানাও করেন।

কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল লতিফ বলেন, তার ইউনিয়নে বাল্য বিয়ে হচ্ছে এমন খবর পাওয়ার পর ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং একজন মহিলা মেম্বারকে ঘটনাস্থলে পাঠান। উপজেলা প্রশাসনের সাথে তারাও বিয়ে বন্ধ করতে সহযোগিতা করেন।

কাপ্তাই থানার ওসি কায় কিসলু আজাদীকে বলেন, বাল্য বিয়ের খবর শুনে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ৩ সদস্যের একটি টিম ঘটনাস্থলে যায়। মেয়ের মায়ের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১৮ বছর পূর্ণ হবার আগে কন্যা শিশুর বিয়ে দেবেন না মর্মে মেয়ের মা অঙ্গীকার করে মুচলেকায় স্বাক্ষর করেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধ৪ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, ভেঙে গেছে বিকল্প কাঠের সাঁকো