মায়ের আকস্মিক মৃত্যুর শোকে ভেঙে পড়া কক্সবাজারের শিশু রিতাজ মারা গেছে। মায়ের মৃত্যুর ২ মাস ১২ দিনের মাথায় মারা গেল শিশুটি। রিতাজ কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আনছার হোসেনের ছোট ছেলে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার আকস্মিক অসুস্থ হয়ে পড়ে রিতাজ। এরপর তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা তাকে ওইদিনই আইসিইউতে স্থানান্তর করেন। তিন দিনের চিকিৎসার পর চট্টগ্রামের হাসপাতালের চিকিৎসকরা বেঁচে থাকার আশা ছাড়ার পর তাকে কক্সবাজারে আনা হয়। সেখানে সদর হাসপাতালে পৌঁছালে রাত পৌনে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
রিতাজের মা রোকসানা বেগম ১৪ অক্টোবর আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ৪০ বছর বয়সে মারা যান। পরিবার ও চিকিৎসকদের ধারণা, মায়ের আকস্মিক মৃত্যুর শোকে রিতাজের শারীরিক অবস্থা গুরুতর হয়ে ওঠে।
রিতাজ চট্টগ্রামের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ছিল। তার মৃতদেহ পরে কঙবাজারের উত্তর নুনিয়াছড়ার বাড়িতে নেওয়া হয়েছে।
আনছার হোসেনের সহকর্মী ও কঙবাজারের সাংবাদিক নেতৃবৃন্দ রিতাজের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা পিতাকে ধৈর্য্য ধারণ করে এই কঠিন সময় পার হওয়ার জন্য মহান আল্লাহর রহমত কামনা করেছেন।












