মায়ার বাঁধনে জড়িয়ে রাখা

খালেদা লিপি | রবিবার , ১৬ এপ্রিল, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

পৃথিবীর সকল বন্ধনের মূল হলো মায়া। মায়া এক অদ্ভুত জিনিস। মায়া যেমন একটা মালা। এক সুতোয় গেঁথে থাকা। মায়াহীন হওয়া মানে ভয়ংকর কিছু। মায়াকে অস্বীকার মানে জ্ঞানহীন বা বোধহীন হয়ে যাওয়া। মায়া কখনও সৃষ্টি করা যায় না। মায়া মানুষের শাশ্বত রূপ। মায়া তৈরি হয় বোধ হতে।বোধহীন মানুষ মায়ামুক্ত। মায়া মানুষের মনে আনন্দ সৃষ্টি করে। সকল মানুষ মায়াবী নয়। তাইতো জগত জুড়ে এতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে চলেছে। যুদ্ধ, খুন, ডাকাতি এসব হচ্ছে। কারো ঘরে টেবিলে থরে থরে খাবার সাজানো, কারো ঘরে শূন্য থালা। কেউ অট্টালিকায় বাস করছে, কেউ ফুটপাতে। মায়াহীন হতে পারি বলে আমরা যারা ক্ষুধা, দারিদ্র্যে বাস করে তাদের পাশ কাটাতে পারি।

মা, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারি। আজীবন যাদের জন্য খেটে যাই তারা আমাদের ছেড়ে যেতে পারে। পৃথিবী জুড়ে আপাতত মায়ার হাহাকার। তবু কেউ কেউ আছে মায়ার বন্ধন রক্ষা করে চলছে। তা না হলে পৃথিবী ধ্বংস হতো। পৃথিবীর মানুষের মনে মায়া জাগ্রত হোক। পৃথিবীর প্রতিটি মানুষ মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক।

পূর্ববর্তী নিবন্ধঅনাকাঙ্ক্ষিত
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে