ঘুম থেকে আজ জেগেই দেখি আকাশ ভারি নীল
ভোরের রোদে হাসছে দারুণ শাপল ফোটা বিল।
এইতো ক’দিন আগেও ছিল আকাশ মেঘে ঢাকা
এখন আকাশ পরিপাটি স্নিগ্ধ ছবি আঁকা।
দূর থেকে কেউ দিচ্ছে যেন হারিয়ে যাওয়ার ডাক
বুকে খুশির নূপুর বাজে তাক ধিনাধিক তাক।
পড়াশোনায় কেমনে বসি চঞ্চলা আজ মন
ছুটির সকাল বুকে তোলে তুমুল আলোড়ন।
শিউলি ফুলের গন্ধ আসে কাশফুল দেয় দোলা
হারিয়ে যেতে নেইতো মানা সকল দুয়ার খোলা।
মেঘের পর্দা সরিয়ে দিয়ে হঠাৎ শরতকাল
চারদিকে আজ বুনে দিল একটি মায়ার জাল।
মায়ার জালে জড়িয়ে পড়ে আমিও আজ তাই
দূরে কোথাও হারিয়ে যেতে একটু সাহস পাই।