মায়ামি শহরের চাবি পেয়ে আপ্লুত মেসি

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৭ নভেম্বর, ২০২৫ at ৬:১৯ পূর্বাহ্ণ

মেসি এখন শুধু আর্জেন্টিনার নয় কিংবা নন বার্সেলোনার। মেসি এখন মায়ামিরও মেসি। ইন্টার মায়ামি ক্লাবকে যেমন তিনি নতুন উচ্চতায় তুলে নিয়েছেন এবং ফুটবল মানচিত্রে নতুন করে উপস্থাপন করেছেন, তেমনি এই শহরের প্রতি তার অনুরাগের কথাও বলেছেন নানা সময়ে। সেই শহরও ভালোবাসায় আলিঙ্গন করে বিশেষ উপহারে রাঙিয়ে দিল ফুটবলের মহানায়ককে।লিওনেল মেসির হাতে তুলে দেওয়া হয়েছে মায়ামি শহরের চাবি। মায়ামিতে বুধবার আমেরিকা বিজনেস ফোরামে এই সম্মাননা জানানো হয় অসংখ্য রেকর্ডের নায়ক এই জীবন্ত কিংবদন্তিকে। মেসির হাতে প্রতীকী চাবি তুলে দেওয়ার পর উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান শহরের মেয়র ফান্সিস সুয়ারেস। ‘আমাদের এই মহান শহর, এই দেশ ও বিশ্ব ফুটবলের জন্য আপনি যা করেছেন, এই চাবি আপনাকে দেওয়ার ইচ্ছে ছিল আমার। ধন্যবাদ সবকিছুর জন্য।’ ইন্টার মায়ামির সত্বাধিকারীদের একজন হোর্হে মাস বলেন, এই উপহার মেসির গোটা পরিবারের জন্যই। ‘শুধু আপনাকেই নয়, আপনার স্ত্রী আন্তোনেলা, আপনার চমৎকার পরিবারকেও স্বাগত জানাচ্ছি, যাতে আপনারা এখানে সবসময় নিজের বাড়ির মতোই মনে করতে পারেন।’ এমন সম্মান পেয়ে ফুটবল যাদুকর নিজেই দারুণ আপ্লুত। ‘ধন্যবাদ, এটি পেয়ে নিজেকে খুবই সম্মানিত মনে করছি। খুবই সত্যি যে, এখানে আমরা অনেক ভালোবাসা অনুভব করি। এই শহরে থাকতে পেরে আমরা খুবই কৃতজ্ঞ ও খুবই খুশি এবং এই বিশেষ স্বীকৃতিও আমার জন্য দারুণ সম্মানের। আবারও ধন্যবাদ।’ ২০২৩ সালের জুলাইয়ে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই অসাধারণ পারফরম্যান্সে ক্লাবকে এগিয়ে নিচ্ছেন মেসি। তিনি আসার পরই লিগস কাপ জিতে প্রথমবার ট্রফি জয়ের স্বাদ পায় মায়ামি। গত মৌসুমে নিয়মিত মৌসুমে পয়েন্টের রেকর্ড গড়ে জিতে নেয় সাপোর্টার্স শিল্ড। পরে শিরোপার মূল লড়াই প্লেঅফ থেকে ছিটকে গেলেও এবার প্লেঅফে এখনও টিকে আছে তাদের সম্ভাবনা। প্রথম ফুটবলার হিসেবে টানা দ্বিতীয়বার ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ স্বীকৃতি পাওয়াও তার জন্য এখন স্রেফ সময়ের ব্যাপার। ৩৮ বছর বয়সী ফুটবলার সমপ্রতি তিন বছর চুক্তি বাড়িয়েছেন এই ক্লাবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার বিশেষ সাধারণ সভা
পরবর্তী নিবন্ধবিপিএলে অংশগ্রহণকারী পাঁচ দলের নাম ঘোষণা