সমস্ত না পাওয়া ভুলে যাওয়া
তোমাকে দেখে হে আমার প্রণয়
তুমি সূর্য –তুমিই চনন্দ্র
সমুদ্র পারে তৃষ্ণার্ত আমি
বসে আছি সম্মুখে ঝুলে আছে
মায়াবী চাঁদ–সমুদ্রের কণ্ঠহার হয়ে
কী নি:সীম শূন্যতা
চারপাশ। জনারণ্যে মিশে আছি
একান্তই একাকী নিঃশব্দে
রাতের নিঃসঙ্গ ঝিঁঝিঁ পোকা
হয়ে বেঁচে থাকা –যে জীবন
অনাহুত অপাংক্তেয়।
এভাবেই যাচ্ছে জীবন
আমার প্রণয় তুমি
ভালোবাসা –সে কি
সমুদ্রের নোনাজল
আকাশের নীলমেঘ
নাকি হিমালয় রংহীন, বর্ণহীন
পাহাড়চূড়া নাকি বিবর্ণ মাঠ?
ভালোবাসা।