মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্থানে র‌্যালি

| রবিবার , ২ অক্টোবর, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে নগরী ও বিভিন্ন উপজেলায় র‌্যালি ও জুলুস অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট : প্রিয়নবী হযরত মোহাম্মদ (সা.) এর শুভাগমন দিন ঈদে আজম উদযাপন উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভ্যুলুশন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় সম্মুখস্থ সড়ক হতে এক আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আয়োজিত শোভাযাত্রা ও সমাবেশে সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ। সমাবেশে বক্তারা বলেন, দয়াময় আল্লাহতাআলার সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুণ-জ্ঞান সকল কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সবোর্চ্চ ঈদ ঈদে আজম। নেতৃবৃন্দ বলেন, সকল মানুষকে নিজের জীবনের সুরক্ষা-স্বাধীনতা-মর্যাদা ও কল্যাণের স্বার্থে অবশ্যই প্রিয় রাসুল কেন্দ্রীক হতে হবে।
গাউছিয়া কমিটি বন্দর থানা : পবিত্র মাহে রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে গাউছিয়া কমিটি বাংলাদেশ বন্দর থানার উদ্যোগে র‌্যালি ও পথসভা সিইপিজেড চত্বরে অনুষ্ঠিত হয়। গত শুক্রবার জুমার নামাজ শেষে গাউছিয়া কমিটি বাংলাদেশ বন্দর থানার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ শত শত বিভিন্ন মসজিদের মুসল্লিরা সমবেত হয় সল্টগোলা ক্রসিংয়ে। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা আর নাতে রাসুল পরিবেশনের মাধ্যমে র‌্যালিটি প্রধান সড়ক থেকে শুরু করে বন্দরটিলা টিসিবি ভবনের সম্মুখ দিয়ে সিইপিজেড চত্বরে এসে শেষ হয়ে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটির বন্দর থানার ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো. হাসান, সহ-সভাপতি মো. মহসিন, মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, মো. মুসলিম, হাজী মো. দিদারুল আলম, মো. ইউসুফ মিয়া প্রমুখ।
বৃহত্তর চৌধুরী নগর এলাকাবাসী : পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের চন্দ্র নগর চৌধুরী নগরে এক ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর রাতে বৃহত্তর চৌধুরী নগর এলাকাবাসীর উদ্যোগে এ ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজিত মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে এক অন্য রকম পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. শামসুদ্দিন বাদলের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক গবেষক ও বক্তা মাওলানা সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী, মাওলানা ক্বারী মোহাম্মদ তারেক আবেদিন কাদেরী। এছাড়া আওয়ামী লীগ নেতা মো. বাহার ও আবুল কাসেমসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
গাউসিয়া কমিটি ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড: গাউসিয়া কমিটি বাংলাদেশ ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড শাখার উদ্যোগে মাহে রবিউল আউয়ালের স্বাগত র‌্যালি আব্দুল পাড়া মসজিদ এলাকা প্রদক্ষিণ করে চুনা ফ্যাক্টরি মোড়ে গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ মুসলিম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ আবদুল হাফেজ’র সঞ্চালনায় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মুহাম্মদ আকবর মিয়া, মুহাম্মদ আলী, মুহাম্মদ হাসান সওদাগর, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ শাহীন মিঠু, ইমতিয়াজ মুহাম্মদ আক্কাস, মুহাম্মদ ইরফান, মাওলানা এস.এম. ফারুকী, মুহাম্মদ কাজী রবিউল ইসলাম রানা, মুহাম্মদ ইলিয়াছ সোহেল, মুহাম্মদ আরাফাত ফারাবী, মুহাম্মদ ওয়াহিদ, মুহাম্মদ সোহেল, মুহাম্মদ জাহিদুল ইসলাম জিকু, হাফেজ মুহাম্মদ নাঈম উদ্দিন, মুহাম্মদ হোসেন মনু প্রমুখ। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণে মুনাজাত করা হয়।
আমির ভান্ডার দরবার : পবিত্র রবিউল আউয়াল মাস এবং জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমির ভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে ১২ দিনব্যাপী ২০তম খতমে সালাওয়াতে রাসুল মাহফিলের চতুর্থ অধিবেশন গত শুকবার সম্পন্ন হয়েছে।
মাহফিলে সভাপতিত্ব করেন শাহসুফী সৈয়দ মুহাম্মদ আমির হোসাইন শাহ আমিরী। বিশেষ অতিথি ছিলেন শাহসুফি সৈয়দ মামুন রশিদ আমিরী, শাহসুফি মাওলানা সৈয়দ শামুন রশিদ শাহ আমিরী, শাহজাদা সৈয়দ খলিলুজ্জমান আমিরী শিবলু, শাহজাদা মাওলানা সৈয়দ ফোরকানুল হক আমিরী, মুহাম্মদ জহিরুল হক। প্রধান আলোচক ছিলেন আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফি আল্লামা সৈয়দ ছাদেকুর রহমান হাশেমী (মা.)। প্রধান আকর্ষণ হিসেবে আলোচনা করেন বারিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মুহাম্মদ আশেকুল বারী, আলোচক ছিলেন আমিরিয়া মল্লবাড়ী জামে মসজিদের খতিব আল্লামা মুহাম্মদ ইলিয়াস আলকাদেরী। দুরুদ শরীফের হাদিয়া পেশ করেন শায়ের মুহাম্মদ মেহরাজ রেজা কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতরুণদের স্বপ্ন জাগাতে জেসিআই ইয়ুথ সামিট
পরবর্তী নিবন্ধভোজ্যতেলের ভ্যাট মওকুফ সুবিধার মেয়াদ শেষ