মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে গাউসিয়া কমিটির র‌্যালি

| বৃহস্পতিবার , ৭ অক্টোবর, ২০২১ at ৫:৫৬ পূর্বাহ্ণ

পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবীর (দ.)’র স্মৃতিময় মাস পবিত্র রবিউল আউয়ালকে কেন্দ্র করে গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর গতকাল বুধবার এক বর্ণাঢ্য র‌্যালি বের করে। নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পূর্বক জামালখান প্রেস ক্লাব এসে মিলাদ-কিয়াম মোনাজাতের মাধ্যমে শেষ হয় র‌্যালিটি। বিকেল ৩টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দান থেকে এক সংক্ষিপ্ত সমাবেশের মাদ্যমে র‌্যালি শুরু হয়। সমাবেশে বক্তারা আগামী ১২ রবিউল আওয়াল আনজুমান-এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত জশনে জুলছে ঈদে মিলাদুন্নবীকে সফল ও স্বার্থক করে তোলার জন্য ধর্মপ্রাণ মুসরমানদের প্রতি আহবান জানান।
মহানগর কমিটির সভাপতি মুহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহর সঞ্চালনায় র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, প্রধান বক্তা ছিলেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন। র‌্যালির উদ্বোধন করেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- গিয়াস উদ্দীন মোহাম্মদ শাকের, মুহাম্মদ আনোয়ারুল হক, শাহজাদ ইবনে দিদার, এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, মুহাম্মদ মাহবুবুল হক খান, তছকির আহমদ, মাহবুবে এলাহী সিকদার, মাওলানা মুনির উদ্দীন সোহেল, মাওলানা মুহাম্মদ ইলিয়াস আলকাদেরী, মনোয়ার হোসেন মুন্না, মোহাম্মদ নুরুল হক, শাহ নুর মোহাম্মদ আলকাদেরী প্রমুখ। র‌্যালি শেষে মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অসিয়র রহমান আলকাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষকরাই জাতির ইতিবাচক পরিবর্তনের চালক
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির কার্যক্রম ২৪ অক্টোবর থেকে