মাহে রবিউল আউয়ালে বিভিন্ন স্থানে র‌্যালি ও মিলাদ মাহফিল

আজাদী ডেস্ক | রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৪৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত : বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের কোচেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইরের (.জি.) ছদারতে অনুষ্ঠিত জুলুসটি জমিয়তুল ফালাহ মসজিদের উত্তর গেইট থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। জুলুসে দেশের সর্বস্তরের সুন্নী মুসলমানরা অংশগ্রহণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনঅধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, অধ্যক্ষ আল্লামা আব্দুল হান্নান, আল্লামা কুতুবুল হাসান চৌধুরী, মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, মাওলানা জসিম উদ্দিন তৈয়বী, মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, মাওলানা জয়নাল আবেদীন জিহাদী, মাওলানা মোজাম্মেল হোসাইন, মাওলানা ছৈয়দ রফিকুল ইসলাম তাহেরী, স ম শওকত আজিজ, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, ডা. হাসমত আলী তাহেরী, মওলানা মোহাম্মদ মোরশেদ, মাওলানা কাজী জাকের আনছারী, মাওলানা মফিজুল ইসলাম, আবু ছাদেক ছিটু, খ ম জামাল উদ্দিন, আহমদ রেজা, লায়ন কাজী আলাউদ্দিন, ইঞ্জিনিয়ার রাসেদুল ইসলাম রাসেল, শহিদুল ইসলাম প্রমুখ।

বিশ্ব সুন্নী আন্দোলন বোয়ালখালী শাখা : প্রিয়নবী (সা.) এর শুভাগমন উপলক্ষে আয়োজিত ঈদে আজম উপলক্ষে সৈয়দ আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, চট্রগ্রামবোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও শোভাযাত্রা পরবর্তী সালাতু সালাম সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার আহবায়ক আরিফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী ইলিয়াস শাহ, আল্লামা শেখ নঈম উদ্দিন, আল্লামা এমদাদুল হক সায়ীফ, কামরুল আলম নকীব। আরও উপস্থিত ছিলেন আজিম উদ্দিন, মাওলানা ইব্রাহিম, খন্দকার নুরুল আমিন সওদাগর, সাইফুদ্দিন চৌধুরী, জানে আলম বাচ্চু, কুতুব উদ্দিন চৌধুরী, আবদুল হাকিম, রুকন উদ্দিন বেলাল, আহমদ আলী প্রমুখ।

গাউছিয়া কমিটি সদরঘাট থানা : গাউছিয়া কমিটি বাংলাদেশ সদরঘাট থানার ব্যবস্থাপনায় গত ২২ সেপ্টেম্বর পশ্চিম মাদারবাড়ী পাম্প হাউজ জামে মসজিদ প্রাঙ্গন থেকে স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়। জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে ১২ রবিউল আউয়ালের জুলুছ সফলে আয়োজিত র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট চত্বরে এসে শেষ হয়। প্রধান অতিথি ছিলেন, মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ। প্রধান বক্তা ছিলেন, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন সোহেল। বিশেষ অতিথি ছিলেন সদরঘাট থানার ওসি গোলাম রাব্বানী। সভাপতিত্ব করেন সদরঘাট থানার আহবায়ক দিল মোহাম্মদ। সদস্য সচিব ফয়জুল রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ ইমরান, হাজী মোহাম্মদ শাহজাহান, সেকান্দার মামা, মো. মহিউদ্দিন, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ মাসুদুল ইসলাম, মোহাম্মদ আজিজুর রহমান, মো. সরোয়ার টিপু, মাওলানা শহিদুল্লাহ, মোঃ আকবর সওঃ, সিরাজুর ইসলামসহ থানা ওয়ার্ড ইউনিটের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধউত্তর জেলা ছাত্রসেনার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধপ্রিয়নবী ভ্রাতৃত্ববোধ, বৈষম্যহীনতা ও ন্যায়পরায়ণতার শিক্ষা দিয়েছেন