মাহিকে নিয়ে শুটিংয়ে ফিরছেন ইমন

| বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৭:২৩ পূর্বাহ্ণ

ওমরাহ পালন করতে নভেম্বরের শেষ দিকে স্বামীর সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। দেশে ফিরে জুটি বেঁধে দ্বিতীয় বারের মতো অভিনয় করতে চলেছেন ইমন ও মাহিয়া মাহি। এর আগে ‘মাফিয়া’ নামে একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন এই দুজন। চিত্রনায়ক ইমন জানান, ‘কাগজের বিয়ে’ নামের একটি ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন তিনি ও মাহি। ১৭ ডিসেম্বর থেকে ঢাকার আশপাশে শুরু হবে এর শুটিং। সিনেমাটির পরিচালক নির্মাতা চয়নিকা চৌধুরী।
ইমন জানান, ক্যারিয়ারের শুরুতে চয়নিকা চৌধুরীর বেশকিছু নাটকে কাজ করেছেন। তিনি তার অন্যতম পছন্দের নির্মাতা।

পূর্ববর্তী নিবন্ধঅবকাশ মেধা স্মৃতি ও স্বাস্থ্যের উন্নয়ন ঘটায়
পরবর্তী নিবন্ধশুক্রবার সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে ‘স্পাইডারম্যান : নো ওয়ে হোম’