আনোয়ারায় মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা গত মঙ্গলবার বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. ফজলুল কাদেরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ক্ষেমা তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। প্রধান আলোচক ছিলেন ড.শামসুদ্দীন শিশির। বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান মো. মোরশেদ হোসেন চৌধুরী, মোহাম্মদ আবু মূছা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ছবুর। বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. দিদার হোসেন চৌধুরী, মো. আজিজুল হক, শাপলা চক্রবর্তী, ইয়াছমিন আক্তার, শিক্ষক সুকুমার দাশ প্রমুখ। প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও বৃত্তি প্রদান করেন।