মাহাতা পাটনীকোঠা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২৯ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৭ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসব গতকাল শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উদযাপন পরিষদের আহ্‌বায়ক হামিদুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণ, সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইদ্রীস। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। বিশেষ অতিথি ছিলেন ডা. দেবাশীষ দত্ত, পরৈকোড়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোর্শেদ হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন উদযাপন পরিষদের অর্থ সম্পাদক মো. সহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাছির মোহাম্মদ, অ্যাডভোকেট আব্দুর রহিম, জামিল উদ্দিন চৌধুরী। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আলী আকবরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুস সবুর প্রমুখ। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একে শাভাযাত্রা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধসিভাসু’তে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আজ
পরবর্তী নিবন্ধদক্ষিণ বাকলিয়া বিএনপির লিফলেট বিতরণ