মাহাতা পাটনীকোঠা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী আজ

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২৮ ডিসেম্বর, ২০২৪ at ৬:৪৮ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী আজ শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক হামিদুল ওয়াহেদের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। বিশেষ অতিথি সাংবাদিক ওসমান গণি মনসুর, ডা. দেবাশীষ দত্তসহ বিশিষ্ট গুণীজন ও বিদ্যালয়ের শিক্ষকশিক্ষার্থী, অভিভাবকসহ নানান পেশার ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

উদযাপন পরিষদের আহ্বায়ক হামিদুল ওয়াহেদ জানান, সকাল ৯টা থেকে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা, স্মৃতিচারণ অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরেলওয়ে পূর্বাঞ্চলের জিএম হলেন সুবক্তগীন
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ নেত্রী কাবেরীকে কারাগারে প্রেরণ