চট্টগ্রাম জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫৪তম শীতকালীন ক্রীড়া আসরের অ্যাথলেটিক্স প্রতিযোগিতার বালক বড় গ্রুপে নাসিরাবাদ সরকারি বালক স্কুলের ছাত্র মাহমুদুল হাসান, বালক মধ্যম গ্রুপে মীরসরাই উপজেলার কমরআলী ইউনিয়ন স্কুলের ছাত্র প্রসনজিৎ দাশ, বালিকা বড় গ্রুপে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন স্কুলের ছাত্রী তাসফিয়া আক্তার, বালিকা মধ্যম গ্রুপে বিএএফ শাহীন স্কুলের ছাত্রী মাইমুনা অথৈ যথাক্রমে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। উভয় প্রতিযোগী তিনটি করে ইভেন্টে প্রথম স্থান লাভ করে এ কৃতিত্ব দেখায়। এছাড়া বালক বড় গ্রুপে বিএএফ শাহীন স্কুলের ছাত্র হাবিবুল ইসলাম ইকরাম ও বালিকা বড় গ্রুপে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন স্কুলের ছাত্রী তাসফিয়া আক্তার ১০০ মিটার স্প্রিন্টে প্রথম স্থান অধিকার করে দ্রুততম ছাত্র ও দ্রুততম ছাত্রী হয়েছে।
গতকাল বুধবার নগরীর নাসিরাবাদ সরকারি বালক স্কুল মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় ১৫টি উপজেলা ও ৬টি শিক্ষা সাংগঠনিক থানাসহ ২১টি দলের দেড়শ প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। যারা বিজয়ী হয়েছে তারা আগামী ১৯ জানুয়ারি চট্টগ্রাম জেলা সদরে অনুষ্ঠেয় উপ আঞ্চলিক পর্যায়ের ৫৪তম শীতকালীন অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করবে। চট্টগ্রাম জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রতিযোগিতার উপকমিটির আহ্বায়ক ও নাসিরাবাদ সরকারি বালক স্কুলের প্রধান শিক্ষক রোকসানা আকতারের সভাপতিত্বে এবং স্কুলের সিনিয়র শিক্ষক দেবাশীষ নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ ও সহকারী শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. আবদুল মান্নান।












