চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর সাথে গতকাল বৈঠক করেছেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দ্বোরাই স্বামী।
এসময় মাহমুদুল ইসলাম চৌধুরী বৃটিশ বিরোধী আন্দোলনে চট্টগ্রামের অবদান থেকে শুরু করে মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা স্মরণ করেন। তিনি চট্টগ্রামের আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নবনিযুক্ত হাই কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন। তারা আলোচনায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। ভারতীয় হাই কমিশনার তিনদিন চট্টগ্রাম সফরে অনেক অনুষ্ঠানে যোগদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।